“শেখ হাসিনার বাংলাদেশ খুদা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নে ঈদ উল আযহা উপলক্ষে মঙ্গলবার ভিজিএফ এর চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
২৮ জুলাই মঙ্গলবার সকাল থেকে ওই ইউনিয়নের মাদারহাট এলাকার অস্থায়ী কার্যালয় থেকে চেয়ারম্যান রাব্বি আব্দুল্যা রিয়ন এসব চাল বিতরণ করেন। মোট ১ হাজার ৬’শ ২৬ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি হারে মোট ১৬ হাজার ২’শ ৬০ কেজি চাল বিতরণ করা হয়।
চেয়ারম্যান রাব্বি আব্দুল্যা জানান, চাল বালতি দিয়ে মেপে দিলে ওজনে কম হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রচুর সময় চলে যায়, তাই খাদ্যগুদাম থেকে সরবরাহকৃত ৩০ কেজির ১টি বস্তা ৩ জন সুবিধাভোগীদের দেয়া হয়,ফলে চাল কমের কোনো সুযোগ নেই।
চাল বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সদস্য মিনি বেগম, ইউপি সদস্য রাজা মিয়া, জহুরুল ইসলাম, আনসার আলী, শাহারুল ইসলাম, ফিরোজ কবির, ইদিলপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলাম ও গ্রাম পুলিশ সদস্যরা । রিলিফ অফিসার হিসেবে ছিলেন সাদুল্লাপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান।