গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জহুরুল ইসলামের বদলী বাতিলের দাবীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধন সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জহুরুল ইসলাম একজন সৎ চরিত্রবান ও নিষ্ঠাবান উল্লেখ করে শিক্ষকের একটি অংশ বদলী বাতিলের জোর দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ারদী, বড় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আব্দুল আজিজ, পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।