গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসানুদৌল্লা ওরফে মিঠু মিয়া (৩৫) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
স্থানিয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠু মিয়া তার নিজ বাড়িতে বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মিঠু মিয়া ঐ গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম জানান, নিহত হাসানুদৌল্লা ওরফে মিঠু মিয়ার লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুুত করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।