মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিদেশ ফেরত উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর সহকারী পরিচালক মো. নেসারুল হক রেজা, টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, ট্রেনিং ইনষ্টিটিউট এর সিনিয়র শিক্ষক আমির হোসেন, আবেদুর রহমান স্বপন, জনতা ব্যাংকের এজিএম সৈয়দ অবদুস সালাম, বিদেশ ফেরত নুরী বেগম ও তানিয়া বেগম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী কমিশনার মো. শাহীন দেলোয়ার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বিদেশ থেকে ফেরত ৩জনকে প্রণোদনার চেক এবং দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।