গাইবান্ধায় বিষ্ময় সংগীত নিকেতনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাইবান্ধা শহরের মধ্যপাড়া স্কুল লেনে অবস্থিত প্রতিষ্ঠানটিতে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি , দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক গনমানুষের খবর পত্রিকার সহকারী সম্পাদক মো.শফিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি পদক প্রাপ্ত অত্র প্রতিষ্ঠানের পরিচালক গাইবান্ধার সঙ্গীত জগতের জনপ্রিয় ব্যক্তিত্ব মো. আলী খান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো.হারুন অর রশিদ, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক গনমানুষের খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এম আর মুকুল মাসুদ, বৈদ্যনাথ প্রামানিক, ফারুক হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক আকরামুল হক রাঙ্গা , জাকির হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থি উর্মি, পূজা, অর্পিতা, বর্ন, কাকন , অথৈ, অরিত্র, মোনালী প্রমূখ।