দুর্নীতির মামলায় জামিন আবেদন করেছেন টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে আসামি প্রদীপ আদালত হাজির না থাকায় আগামী ১০ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য্য করেন আদালত।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের দুর্নীতি মামলার নিয়মিত হাজিরার শুনানি ছিল। তাই আসামিকে আদালতে হাজির করা হয়নি। আসামি পক্ষ আদালতে একটি জামিন আবেদন করেন। আসামির জামিন আবেদন করলেও তিনি হাজির না থাকায় ১০ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।
প্রদীপ কুমার দাশের আইনজীবী রতন চত্রক্রবর্তী বলেন, প্রদীপের জামিনের জন্য আদালতে আবেদন করি। তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তাই আদালত জামিনের শুনানির নতুন দিন ধার্য্য করেছেন।
প্রসঙ্গত, দুর্নীতি মামলা ছাড়াও ওসি প্রদীপ মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।